অবতক খবর,৩ জুন: মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর জেলার জয়জয়কার,ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এর ছাত্র দ্বৈপায়ন সাহা 685 নম্বর পেয়ে নবম স্থান অধিকার করেছে।এই খবর প্রকাশের পর দ্বৈপায়ন এর ইছাপুর নবাবগঞ্জের বাড়িতে খুশির হাওয়া।দ্বৈপায়ন এর প্রতিক্রিয়ায় সে জানায় মাধ্যমিক পরীক্ষার আগে রোজ 9 থেকে 10 ঘন্টা পড়াশোনা করত।এই নম্বর পাবে সেটা তার প্রত্যাশার বাইরে ছিল। কিন্তু নবম স্থান অধিকার করতে পেরে দ্বৈপায়ন যথেষ্টই খুশি এবং আগামী দিনে দ্বৈপায়ন ডাক্তারি নিয়ে পড়তে চায়।

মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করেছে হাবরা প্রফুল্ল নগর হাই স্কুলের সায়ন দেবনাথ। এদিন পর্ষদ সভাপতি ঘোষণার পর থেকেই খুশিতে মেতে রয়েছে গোটা পরিবার। বরাবরই খুবই ভালো ছাত্র ছিল সায়ন, লেখাপড়ার পাশাপাশি ক্রিকেট খেলা ও গল্পের বই পড়তে ভালোবাসে সায়ন। বাবা প্রাইমারি শিক্ষক। আগামী দিনে ডাক্তার হতে চাই এমনটাই জানায়।