অবতক খবর,৯ মে: ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে ক্যান্সার প্রতিবন্ধকতাকেও হার মানালো শৈবাল। ক্যান্সারের মতো মারন ব্যাধিকেও তোয়াজ না করে মাধ্যমিকের উল্লেখযোগ্য সাফল্য শৈবালের। ৭১ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিকে নজর করা সাফল্য শৈবালের। চোপড়া থানার মোলানীগছ এলাকার বাসিন্দা গোপাল মুর্মুর ছেলে শৈবাল মুর্মু। গোপাল মুর্মু পেশায় করণদিঘি ব্লকের পটি হাইস্কুলের শিক্ষক। শৈবাল মুর্মু পায়ের হাঁটুর নিচের হাড়ে ক্যান্সারে আক্রান্ত। মাধ্যমিক পরীক্ষায় নিজের ফলাফলে খুবই খুশি শৈবাল, তবে আরও একটু ভালো ফল আশা করেছিলেন শৈবাল।

শৈবালের বাবা গোপাল মুর্মু জানিয়েছেন, খুব আশা করে ছেলেকে ইসলামপুর হাইস্কুলে নবম শ্রেণীতে ভর্তি করেছিলাম। কিন্তু টেস্ট পরীক্ষার পর ফরম ফিলাপ করে জুন মাসে চিকিৎসার জন্য মুম্বাই চলে যেতে হয়েছিল। ফের এসে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফের মুম্বাই চলে যেতে হয়েছিল চিকিৎসার জন্য। ভাবিনি এতটা ভালো ফল হবে। ইসলামপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সলিমুদ্দিন জানিয়েছেন শৈবাল সুস্থ থাকলে নব্বই শতাংশেরও বেশি ফলাফল করত। ক্যান্সারের মত মারণ ব্যাধিকে জয় করে ৭১ শতাংশ মাধ্যমিকে ফলাফল খুবই প্রশংসনীয়।

আমরা ওর ভবিষ্যতের সাফল্য কামনা করি। সবমিলিয়ে সুস্থতার সাথে শৈবালের ভবিষ্যৎ সাফল্য কামনা করে গর্বিত ইসলামপুরবাসী।