আন্তর্জাতিক মহান সকার প্লেয়ার, আমাদের সহজ ভাষায় ফুটবলার– পেলে আমাদের ছেড়ে চলে গেলেন ২৯ ডিসেম্বর, গভীর রাতে
অবতক- শ্রদ্ধা জানাচ্ছে তাঁকে

পেলে
তমাল সাহা

স্বর ধ্বনিতে প্লে শব্দটাই যেন
মনে হয় পেলে।
শতাব্দীর পর শতাব্দী চলে যায়…
ক’টা ক’টা পেলে মেলে?

পেলে মরেনা,
পেলেরা বেঁচে থাকে।
বিশ্ব ময়দানের বিশাল ক্যানভাসে
পেলের পায়ের অপূর্ব কারুকাজ
ধ্রুপদী ছবি আঁকে।

Pele Is with ball—
কৃষ্ণকায় মানুষের জয়,
নয় সে কারুর গোলাম।
পেলে বিশ্ব সংহতির প্রতীক
পেলে-কে কুর্নিশ, পেলে-কে সেলাম।

পেলের পায়ের বল…
পেলে দুর্দান্ত গতিতে ছুটছে
এবার মৃত্যুকে দারুণ কৌশলে ডজ করে
বাঁ-দিকে ঝুঁকে তীব্র শট
গো..ও..ও..ল…

পেলে চলেছে এখনও খেলে…