অবতক খবর,২৯ ডিসেম্বর,পূর্ব বর্ধমান- অবশেষে যাত্রীদের দাবি মেন বর্ধমান স্টেশনে স্টপেজ দিল জনশতাব্দি এক্সপ্রেস। হাওড়া থেকে এনজিপি এই ট্রেনটি ধরতে হলে বর্ধমানের যাত্রীদের হাওড়া থেকে ট্রেনে চাপতে হতো। আগামীকাল অর্থাৎ ৩০ডিসেম্বর শুক্রবার থেকে যাত্রীরা বর্ধমান স্টেশনেই জন শতাব্দী এক্সপ্রেসের চাপতে পারবেন। নিউ জলপাইগুড়ি গামী এই জনপ্রিয় ট্রেনটি বর্ধমান স্টেশনে দুপুর তিনটে বেজে সাতাশ মিনিটে ঢুকবে এবং তিনটে বেজে ২৯ মিনিটে ছেড়ে যাবে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি রেল যাত্রীরা।

বৃহস্পতিবার বর্ধমান জংশনের স্টেশন ম্যানেজার স্বপন কুমার চট্টোপাধ্যায় জানান রবিবার ছাড়া সপ্তাহে ছয় দিনে জনশতাব্দি এক্সপ্রেস ট্রেনে বর্ধমান স্টেশন থেকে যাত্রা করার সুবিধা পাবেন রেল যাত্রীরা। আগে শুধুমাত্র হাওড়া স্টেশন থেকেই নিউ জলপাইগুড়িগামী এই ট্রেনে চাপা যেত। বর্ধমান এবং সংলগ্ন এলাকার যাত্রীরা তাতে নানা অসুবিধার মধ্যে পড়তেন। বর্ধমানে এই ট্রেনের স্টপেজ দেওয়ায় স্বভাবতই খুশি রেল যাত্রীদের একাংশ।