অবতক খবর,৩০ এপ্রিল, কলকাতা, সুমিত: দীর্ঘ প্রতীক্ষার অবসান। শনিবার সন্ধ্যায় ঘণ্টাখানেকের ঝড়-বৃষ্টিতে স্বস্তি দক্ষিণবঙ্গে। এদিন সন্ধ্যা গড়াতেই ঝড়ো হাওয়া বইতে শুরু করে। তারপরেই প্রবল বৃষ্টি কলকাতা-সহ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর বাঁকুড়ায়। এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর। যদিও শনিবারের ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছিল আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস সত্যি হল এদিন সন্ধ্যায়।

এদিন পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সঙ্গে ঝড়-বৃষ্টি। স্ব‌স্তির বৃ‌ষ্টির দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপেও। এই বৃষ্টির জেরে গরম এবং তাপপ্রবাহের দাপট কমবে। এমনটাই ধারণা আবহাওয়াবিদদের। এদিন সন্ধ্যায় ব্যারাকপুর শিল্পাঞ্চলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড় হয়েছে।

যদিও এখনও পর্যন্ত এই ঝড়-বৃষ্টির জেরে হতাহতের কোনও খবর মেলেনি। শুধু জানা গিয়েছে, একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে। একই সাথে গাছ ভেঙে পড়েছে কলকাতায় ধর্মতলায়।