অবতক খবর,৩০ এপ্রিল, কলকাতা, সুমিত: প্রেস ক্লাবের একটি অনুষ্ঠান সেরে বের হচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ।

আর সেখানেই অপেক্ষা করছিলেন SSC কর্মশিক্ষা ও শারীর শিক্ষার চাকরিপ্রার্থীরা কয়েকজন দাঁড়িয়ে। এবং তারা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের সাথে কথাও বলেন।

আর তারপরই এস এস সি চাকুরিপ্রার্থী। কর্মশিক্ষা ও শরীরশিক্ষা বিভাগ।

তাঁরা একটি খোলা চিঠি হাতে তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের ।

আর সেই চিঠি গ্রহণ করলেন কুণাল ঘোষ।

SSC শারীর শিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীরা আরো জানান শহিদ মিনারের কাছে তাঁরা অবস্থান করছেন।

অনুরোধ করলেন তাঁদের অবস্থান প্রাঙ্গণে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে।

তাঁদের সঙ্গেই পায়ে হেঁটে প্রেসক্লাব থেকে সরাসরি মাতাঙ্গিনি হাজরা পৌঁছে গেলেন কুণাল ঘোষ।

রোজার পর ইফতার। তাঁদের অনুরোধে ওখানেই ইফতার করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ।

আলোচনাও করলেন কর্মশিক্ষা ও শারীর শিক্ষা চাকরি প্রার্থীদের সঙ্গে।

কুণাল ঘোষ আরও জানালেন সরকারকে শত্রু ভাববেন না। জট কোথায়, সেটা দেখতে হবে। এত বড় সিস্টেমে মুষ্টিমেয় দুচারজনের তরফে কথাও কিছু হলে তার জটিলতায় আপনাদের ভুগতে হয়। সরকারকেও। মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন।’

তারপর একই সাথে SSC কর্মশিক্ষা ও শারীর শিক্ষা চাকরি প্রার্থীরা কুণাল ঘোষকে জানান

তাঁরাও মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখছেন।

এরপরই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, আপনাদের সমস্যা সমাধানের আমি কেউ নই। কিন্তু যা যা বললেন, যে চিঠি দিলেন, যথাযথ জায়গায় পৌঁছে দেব। তবে সরকারের সামনে কী কী সমস্যা আছে, তা না জেনে এবিষয়ে আমার কথা বলা কঠিন।’

আমার যেটুকু কর্তব্য, আমি পালন করব। জানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।