করোনা-ফরোনা জানিনা,মানিনা। পুজো করতেই হবে। ক্লাবগুলোকে মদত দিতেই হবে। সামনে ভোট। আমি ছাড়া ওদের অনুপ্রেরণা জোগাবে কে? আমিই তো ওদের দিদি পিসি মাসি সব। আমি ছাড়া ওদের কে দেখবে বলুন তো!

পুজো কর
তমাল সাহা

তোরা ভোট দিবি
আর আমি পাশে দাঁড়াবো না!
চাকরি না দিতে পারি
ক্লাবকে দুলক্ষ টাকা দেব না!

ক্লাবই তো এখন ইনক্লাব
দিকে দিকে ক্লাবের ছয়লাপ।
মুখ করিস নে ব্যাজার
পুজোয় দেবো পঞ্চাশ হাজার।

পুজো একটা শিল্প
চাঁদা তুলে কর কামাই।
আমি আছি পাশে
ভয় কি আছে!
বল আর কি কি চাই?

পেঁয়াজ আলু সব্জির দাম
না করতে পারি কন্ট্রোল,
বিদ্যুৎ বিল দমকল ফি তে
ছাড় তো দেবো
তাতে আছে আমার একটি রোল।

পুজো কর, পুজো কর
বাজা ঢাক-ঢোল।
মনে রাখিস সামনে ভোট
আমায় আবার তোরা
সিংহাসনে তোল।