অবতক খবর ,দেবাশিস মালিক, ডায়মন্ডহারবার:-   হাতেগোনা আর কয়েকটা দিনের অপেক্ষা তারপরই বাঙালি মেতে উঠবে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা।কিন্তু এবছর পড়না আবহের মধ্যে সেই আনন্দ যেন অনেকটাই ভাটা পড়েছে সবার মধ্যেই। ডায়মন্ডহারবার রবীন্দ্রভবনে থানার আইসির উদ্যোগে বিভিন্ন পূজা কমিটি গুলি কে সাথে নিয়ে প্রশাসনিক বৈঠক হল l এই প্রশাসনিক বৈঠকে মূলত এবছর করণা আবহের মধ্যে কি কি বিধিনিষেধ মেনে চলতে হবে পূজা কমিটি গুলিকে তা একটি পরিষ্কার গাইডলাইন দিয়ে দেয়া হয় প্রত্যেকটি পূজা কমিটি গুলিকে।

এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার এসডিপিও শান্তনু সেন, ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌতম অধিকারী দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাহবুবুর রহমান গায়েন, ডায়মন্ড হারবার বিধায়ক দীপক হালদারকে এই প্রশাসনিক বৈঠকে দেখা গেলো না। l ডায়মন্ড হারবার তৃণমূল যুব কংগ্রেস সৌমেন তরফদার , বিভিন্ন ওয়ার্ডের এক্স কাউন্সিলরসহ একাধিক বিশিষ্টজনেরা। মূলত করোনা আবহের মধ্যেও কিভাবে সুরক্ষা বজায় রেখে পুজা গুলি পরিচালনা করা যায় সে নিয়েই চলে , আজকের এই আলোচনা পর্ব।