অবতক খবর,৮ এপ্রিল: উত্তর 24 পরগণা জেলার পলতা জহর কলোনি এলাকায় শুক্রবার সন্ধ্যায় পলতা বায়ু সেনা ছাউনির সার্জেন্ট পদে কর্মরত অমর লালের ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় তার স্ত্রী অঞ্জনা দেবীর রক্তাক্ত মৃতদেহ। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দুই মেয়েকে পার্ক থেকে নিয়ে বাড়ি ফেরেন বায়ু সেনা কর্মী অমর লাল। হঠাৎই তিনি ঘর থেকে চিৎকার করে রাস্তায় বেরিয়ে আসেন এবং হেল্প বলে চিৎকার করতে থাকেন।

সাথে সাথে স্থানীয় বাসিন্দারা ঘরের ভেতর গিয়ে রক্তাক্ত অবস্থায় বিছানার উপর আনুমানিক বছর পঁচিশের রঞ্জনা দেবীর মৃতদেহ দেখতে পান। খবর দেওয়া হয় স্থানীয় নোয়াপাড়া থানায়। ঘটনাস্থলে ছুটে আসেন পলতা বায়ু সেনা ছাউনির কর্মীরা।

ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জগদ্দল থানার এসিপি সুব্রত মন্ডল, নোয়াপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পার্থসারথি মজুমদার সহ অন্যান্যরা। এরপর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।

ঘটনা নিয়ে বলতে গিয়ে স্থানীয় বাসিন্দা সৌরভ মল্লিক ও উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা শুভদীপ সরকার জানান, দিন 15 আগে বিজন ভট্টাচার্যের বাড়িতে ভাড়া আসেন বায়ুসেনার কর্মী তার পরিবারকে নিয়ে। অঞ্জনা দেবীকে খুন করা হয়েছে বলে তাদের ধারণা।