অবতক খবর,২ মে: মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হল আজ।

২০২৪ বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোলো বৃহস্পতিবার। প্রতি বছরের মত এ বছরও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্ররা সাফল্য অর্জন করেছে। এখানে ছয় জন মাধ্যমিক পরীক্ষার্থী স্ট্যান্ড করেছে।
মাধ্যমিকের মেধা তালিকায় আবার জয়জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। প্রথম দশে এবার জায়গা করে নিয়েছে এই স্কুলের ছয় পরীক্ষার্থী। আবাসিক বিদ্যালয়ে নিয়মানুবর্তিতা স্কুলের পরীক্ষার্থীদের সাফল্যের অন্যতম কারণ বলে জানান প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। পাশাপাশি তাঁর দাবি, স্কুলের ছাত্রদের মোবাইল ব্যবহার থেকে বিরত রাখা হয়। সেটাও সাফল্যের কারণ বলে মনে করেন তিনি

তৃতীয় নৈরিত রঞ্জন পাল (৬৯১)
ষষ্ঠ অলিভ গায়েন (৬৮৮)
সপ্তম আলেখ্য মাইতি (৬৮৭)
নবম ঋতব্রত নাথ, ঋত্বিক দত্ত (৬৮৫)
দশম শুভ্রকান্তি জানা (৬৮৪)

অষ্টম সন্দীপন মান্না (৬৮৬)
নবম ঈশান বিশ্বাস (৬৮৫)
এইসব ছাত্র কেউ ডাক্তার হতে চাই কেউ ইঞ্জিনিয়ার হতে চান বিভিন্ন দিকে যাব।
কয়েকজন ছাত্রের বক্তব্য।