আমি হাত ধুই না। কেন ধোবো? সরকার বললেই ধুতে হবে নাকি?

আমি হাত ধুই না
তমাল সাহা

আমি হাত ধুই না,
আমি হাত ধোবোও না।
আমার বাড়ি সৈন্যসামন্ত দিয়ে
ঘিরে ফেললেও হাত ধোবো না।

পৃথিবীতে এখনও কোন স্যানিটাইজার আবিষ্কার হয়নি,
যা দিয়ে হাত শুদ্ধ পরিষ্কার
জীবাণুমুক্ত করা যায়, দুর্গন্ধ দূর করা যায়।

দিল্লিতে ৫২ জন
গুজরাটে ২ হাজার মানুষ
জলঙ্গিতে ২ জন,
জাদ্দা পানিহাটিতে কাউন্সিলর খুন
বিটুইন গাঁয়ে ১২ জনকে জতুগৃহে নির্মেদ যজ্ঞ
তেহট্টে আরো কয়েকজনকে খুনের দাগ যাদের হাতে লেগে রয়েছে,
স্যানিটাইজার দিয়ে হাত সাফ সুতরো করলেও তাদের হাত থেকে রক্তের গন্ধ যায়নি।
এখনও হাতের উপর ভন ভন করছে মাছি।

তা কি প্রমাণ করে?

স্যানিটাইজার দিয়েও
হাত জীবাণুমুক্ত করা যায় না,
কোনো খুনের গন্ধ দূর করা যায় না,
করোনা তো সেখানে শিশু।

তাই আমি স্যানিটাইজার বা
কোনো সাবান দিয়েই
হাত ধুই না,ধোবোও না।