অবতক খবর,১৬ই জানুয়ারি :: নৈহাটির দেবকে বোমা বিস্ফোরণ ঘটেছিল ৫ই জানুয়ারি। ৯ই জানুয়ারি সেখান থেকে উদ্ধারকৃত সমস্ত বোমা-বারুদ ডিসপোজাল করা হয় নৈহাটি ছাইঘাট  অঞ্চলে। সেখানে বিস্ফোরণের ভয়াবহতা এত ছিল যে গঙ্গার ওপারে হাসপাতালে দেওয়ালে পর্যন্ত চিড় ধরে যায় এবং অঞ্চল‌ কেঁপে ওঠে।

ডিসপোজালের ব্যাপারে যে যথাযথ ব্যবস্থা অবলম্বন করা হয়নি সেটা স্বাভাবিকভাবেই বোঝা গেছে। ঘটনার পরে তদন্ত করেছে রাজ্য সরকার এবং সেই রিপোর্ট অনুযায়ী সরকার মনে করছে বাজি এবং রাসায়নিক নষ্ট করার নেপথ্যে ছিল পুলিশের কিছু কর্মী অফিসারদের গাফিলতি। তাদের কর্তব্যে গাফিলতির কারণে নৈহাটি থানার আইসি এবং বোম স্কোয়াডের এক অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। আরও জানা গেছে, এ নিয়ে বিচার বিভাগীয় তদন্ত চলবে। এর সঙ্গে কয়েকজন পুলিশ কনস্টেবল এবং সিভিক পুলিশকেও কাঠ গোড়ায়  দাড় করানো  হয়েছে।