এইভাবে জেগে ওঠে মানুষ। মায়েরাও নেমে পড়ে লড়াইয়ের ময়দানে। তুমি কোন ছবি দেখো পার্ক সার্কাস অবস্থানে! এতো মায়েরা কোত্থেকে আসে?
পৌষের শীত কোথায় যায়?
লড়াইয়ের উষ্ণতায় হাসে।

আকাশ যেখানে শামিয়ানা
তমাল সাহা

আবার রাত্রি ঘন হয়ে নামে গান্ধীনগরে—
ষড়যন্ত্রী শীত ভীত হয়ে পড়ে।
বাতাসের কনকনে কামড়ও থমকে দাঁড়ায়।
মনসুর আলি পার্ক,পার্ক সার্কাস ময়দান,
শাহিনবাগ চত্বরে।

সিএএ- এ কোন শব্দ জন্ম দিয়েছে প্রিয় জন্মভূমি আমার।
একহাতে ধর্ম মুদ্রা অন্য হাতে দেশপ্রেমের বিভঙ্গ।
আমরা কি এত নিচে নামতে পারি?
বলতে পারি, রাষ্ট্র! তুই বিবস্ত্র-উলঙ্গ!

দিনে স্লোগান ওঠে, রাত জাগে গানে।
কোথায় নিহিত ছিল এত উচ্চারণ
শীতের উষ্ণ প্রস্রবণে !

কারা জাগে রাত—
শামিয়ানাহীন বাধাহীন এই মুক্ত প্রান্তরে?
জোৎস্নামাখা শিশির ঝরে পড়ে
নাক্ষত্রিক আলো দেখে তাদের মুখ।
কি এমন অবয়ব তাহাদের সৌরজগতও এত উন্মুখ?

আয়েশা জাহানারা অনসূয়া গায়ত্রীরা পাশাপাশি থাকে, আরও ঘনিষ্ঠ হয়।
ভোরে সূর্য উঠে আসে গাঙ্গেয় পার থেকে,
নিয়ে আসে বিশাল আকাশ লাল–
সূচিত বরাভয় সুনিশ্চয়।