অবতক খবর  : নৈহাটি ২০ এবং ২১ নম্বর ওয়ার্ডের বিজেপির দখলে থাকা অরবিন্দ পল্লী পার্টি অফিসটি সাধারণ মানুষের সহযোগিতায় পুনরুদ্ধার হল। এরসাথে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, জেলা সাধারণ সম্পাদক সুবোধ অধিকারী ও নৈহাটি শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নৈহাটি পৌরসভার জঞ্জাল ও স্বাস্থ্য বিভাগের পারিষদ সনৎ দে-র হাত ধরে ৬২ জন বিজেপি থেকে আসা, শুভ্রাংশু রায়ের একদা ঘনিষ্ঠ শান্তনু সরকার যে সকলের কাছে “পাই” নামে পরিচিত তার নেতৃত্বে তৃণমূলে যোগদান করলেন।

উক্ত যোগদান ও পার্টি অফিস পুনরুদ্ধার কার্যের সময় উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চ্যাটার্জী। উপস্থিত নেতৃবর্গরা গত ২৩শে মে-র পর রামভক্ত হনুমানের দলবল যেভাবে নিরীহ মানুষের উপর আঘাত এনে অশান্তির বাতাবরণ সৃষ্টি করেছিল তার থেকে বেরিয়ে এসে, সাধারণ মানুষই হনুমানের রামভক্ত দলদের তাড়িয়ে দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল দলকে পুনঃপ্রতিষ্ঠা করতে চলেছে। অন্যদিকে সনৎ দে ওয়ার্ড বাসীদের বিগত দিনের বকেয়া ২১নং ওয়ার্ডের রাস্তা তৈরির কাজটি আগামী দু’মাসের মধ্যে শেষ করবে বলে প্রতিশ্রুতি দেন।