নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর:: ২৩শে,নভেম্বর :: চুঁচুড়া :- বদলাতে হবে পিজিটি তকমা আর দূর করতে হবে বেতন বৈষম্য এই দাবি নিয়ে পথে নামলেন স্নাতকোত্তীর্ন হুগলির শিক্ষকেরা ।” বৃহত্তর গ্রাজুয়েট টিচার্স এসোসিয়েশন ” এর ডাকে জেলা সদর চুঁচুড়ার জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিস ঘেরাও করে প্রায় তিনশো স্নাতক শিক্ষকেরা ।

এদিন বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয় এবং হুগলির পিপুলপাতি মোড় ঘুরে আবার পরিদর্শকের অফিসেই সেই বিক্ষোভ মিছিল শেষ হয় । এখানেই সভা করেন বৃহত্তর গ্রাজুয়েট টিচার্স এসোসিয়েশন এর নেতৃবৃন্দ । সভা শেষে জেলা বিদ্যালয় পরিদর্শক লক্ষীধর দাসের হাতে স্মারকলিপি দেওয়া হয় ।

শিক্ষকদের দাবি তাঁদের পাস্ গ্রাজুয়েট টিচারের তকমা ঘুচিয়ে অন্য রাজ্যের মতো ট্রেন্ড গ্রাজুয়েট টিচার তকমা দিতে হবে সেই সঙ্গেই অন্য রাজ্যের টিচার দেড় সমান বেতন কাঠামোও চালু করতে হবে অবিলম্বে । বৃহত্তর গ্রাজুয়েট টিচার্স এসোসিয়েশন এর নেতাদের দাবি বিদ্যালয় পরিদর্শক এই বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের কাছে এই আবেদন পৌঁছে দেবেন ।