অবতক খবর, সংবাদদাতা ,সম্পা ভট্টাচার্য : জলপাইগুড়ি :- নিয়ন্ত্রন হারিয়ে পাহাড়ি সেভকের রাস্তা থেকে তিস্তা নদীর গভীর খাদে পড়ে গেলো একটি অল্টো গাড়ি। বৃহস্পতিবার বিকেল ৪ টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ির দিক থেকে অল্টো গাড়িটি সেভক হয়ে মালবাজারের দিকে আসছিলো।

সেভকের গনেশ ঝোড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গাড়িটি পড়ে যায়। সেই সময় গাড়ির চালক গাড়ি থেকে লাফ দিয়ে নেমে যায়। কিন্তু গাড়ির ভেতরে থাকা এক মহিলা গাড়ি থেকে ছিটকে খাদে গিয়ে পড়ে। গাড়িটি পাথরে ধাক্কা খেয়ে তিস্তার গভীরে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মংপং থানার পুলিশ। তিস্তার খাদ থেকে আশঙ্কা জনক অবস্থায় মহিলাকে উদ্ধার করে ,শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে । জানা গেছে, গাড়িটি ময়নাগুড়ি এলাকার।