অবতক খবর,২১ মে: সভ্য সমাজের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে পলিব্যাগ, অনুর্বর হয়ে পড়ছে মাটি,বন্ধ হয়ে যাচ্ছে নিকাশি নালা, কার্যত ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে চলেছে পরিবেশ। সে কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো নির্মল বাংলা গড়তে উদ্যোগী বরানগর পৌরসভা।

বরানগর পৌরসভার জনস্বাস্থ্য দফতরের উদ্যোগে আজ বরানগর নেতাজী কলোনি বাজারে 75 মাইক্রোনের কম পলি প্যাক বন্ধ করার আহ্বান জানিয়ে হলো সচেতনতা প্রচার। পৌরসভার জনস্বাস্থ্য দপ্তরের পৌর পরিষদের সদস্য অঞ্জন পাল এর নেতৃত্বে অভিযান চালানো পৌর আধিকারিক সহ পৌর কর্মীরা। সচেতন করা হলো ব্যবসায়ী সহ ক্রেতা সাধারণকেও।

পাশাপাশি আগামী দিনে 75 মাইক্রোনের কম পলিপ্যাক ব্যবহারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন পৌর পরিষদ সদস্য অঞ্জন পাল।