অবতক খবর,২০ মে: বনগাঁ দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন আলো রানি সরকার। তাঁর ইলেকশন পিটিশন খারিজ। ভারতীয় নাগরিক হিসাবে দাবি করতে পারেন না আলোরানি সরকার,জানালো কলকাতা হাইকোর্টের। আদালতে যে রিপোর্ট পেশ হয়েছে, সেই রিপোর্টের ভিত্তিতে দেখা যাচ্ছে যে আলোরানি সরকারের নাম বাংলাদেশের ভোটার লিস্টে রয়েছে।

সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বক্তব্য, আলো রানি সরকার নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারেন না। আলো রানি সরকারের নাগরিকত্ব বিষয়ে গোটা দায়িত্ব দেওয়া হয়েছে ইলেকশন কমিশনকে, দাবি কলকাতা হাইকোর্টের।

অপরদিকে আজ কাঁচরাপাড়ার বাড়ি থেকে আলোরানি সরকার বলেন, ডিভিশন বেঞ্চে যাচ্ছি, সময় কথা বলবে,আমি জিতছি এই মামলায়। আমি ডিভিশন বেঞ্চে যাব এবং সব প্রমাণ দিতেও প্রস্তুত।