যশোর রোডের পাশে শিরিষ গাছের বিপদজনক ডাল কাটা শুরু

অবতক খবর,২১ মে: স্থানীয়দের দাবি মত জেলাশাসক ও স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠকের পর গতকাল যশোর রোডের দু’পাশের শিরিষ গাছের বিপদজনক ডাল চিহ্নিতকরণের কাজ শুরু করেছিল প্রশাসন। আজ থেকে সেই ডাল কথা বলেছিলেন প্রশাসনের আধিকারিকেরা।

সেইমতো আজ সকাল থেকে গাইঘাটা চাঁদপাড়া এলাকায় বিপদজনক গাছের ডাল কাটার কাজ শুরু করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
ডালকাটা শুরু হয় খুশি স্থানীয় মানুষেরা। তবে চাঁদপাড়ায় গাছের ডাল করে মৃত্যু রতন মন্ডল এর স্ত্রী মল্লিকা মণ্ডল আক্ষেপ আগের থেকে প্রশাসন যদি এই উদ্যোগ নিতো তাহলে হয়তো তার স্বামী মারা যেতাম।