অবতক খবর , রাজীব মুখার্জী , হাওড়া :- গতকাল দিল্লি থেকে প্রেস বিজ্ঞপ্তিতে দেশের ৫ টি রাজ্যে বিধানসভার নির্ঘন্ট প্রকাশ করে জাতীয় নির্বাচন কমিশন। আর তার পরেই সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে ভোট কে কেন্দ্র করে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। তাই রাজ্যে ভোটের দামামা বাজার সঙ্গে সঙ্গে সক্রিয়ভাবে মাঠে নেমে পড়লো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

তৃণমূল সুপ্রিমো ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বালি বিধানসভার ৫৭ নম্বর ওয়ার্ডে শুরু হয় দেয়াল লিখনের কাজ। দেওয়াল লিখনে ফুটে ওঠে বাংলা নিজের মেয়েকে চায়। এই প্রসঙ্গে স্থানীয় নেতা পল্টু বণিক জানান রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে।

তাই দেওয়াল লেখার কাজ তারা শুরু করেছেন। স্বামীজির আশীর্বাদ ধন্য বেলুড় মঠের সামনে থেকেই তারা এই কাজ শুরু করলেন। তিনি দাবি করেন বাংলা নিজের মেয়েকে চায় তাই ২৯৪ টি আসনে মুখ্যমন্ত্রী নিজেই প্রার্থী। তৃতীয়বারের জন্য তাকেই মুখ্যমন্ত্রী করবে বাংলার মানুষ।