অবতক খবর,১৭ এপ্রিল: নির্বাচনী প্রচার সারতে এসে
জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ নবগ্রামে তৃতীয় দিনেও অভিযোগের মুখে পড়েন।

আজকে মঙ্গলবার বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ পাঁচগ্রামে ভোট প্রচারে এসে পাঁচগ্রাম ঘোষপাড়ার একাধিক রাস্তা নিয়ে অভিযোগ শুনেন, একসময়ে পাঁচগ্রাম ঘোষপাড়ার জনসাধারনেরা রাস্তায় একগোছ হয়ে বিজেপির প্রার্থীকে অভিযোগ জানাতে থাকে, পাঁচগ্রাম ঘোষপাড়ার জনসাধারনেরা বিজেপির প্রার্থীকে অভিযোগ করে এই বলে যে পাঁচগ্রাম ঘোষপাড়ার রাস্তা, জল ও কাদা মুক্ত না হলে অর্থাৎ রাস্তা ঠিক না হলে ৭ই মে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের যে ভোটের দিন আছে সেই ভোট দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন ভোট প্রচার করতে আশা বিজেপির প্রার্থী ধনঞ্জয় কে, বিজেপির প্রার্থীকে অনেকে আবার বলে কয়েক মাস আগে এই গ্রামে একদিকে ড্রেন করা হলেও অন্য আরেক দিকে কোনো ড্রেন করা হয়নি সেই অভিযোগও করে , এই গ্রামের জনসাধারণেরা কোনো ঘর চায়না, চায় শুধু মাত্র হাঁটা চলা করার জন্য ভালো রাস্তা এই কথাটি আক্ষেপের সঙ্গে বলতে শুনতে পাওয়া যায় জনসাধারণদের মুখে।

বারংবার পঞ্চায়েত এবং বিডিও কে জানানো সত্বেও এই রাস্তাটি ঠিক হয়নি বলে জানায় জনসাধারণেরা ।

রাস্তার উপর দিয়েই জল যাচ্ছে এতে ঘোষপাড়ার একাধিক রাস্তা কাদা হয়ে থাকতে দেখা যায়।

এরপর বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ বলেন ৭৫-৭৬ বছর স্বাধীনতা দিবস পালন করা হলেও এখনো পর্যন্ত এই পাঁচগ্রাম ঘোষপাড়ার রাস্তা দিয়ে বাচ্চারা পায়ে জুতো পরেও স্কুলে যেতে পারছে না তাই প্রার্থী দুঃখ প্রকাশ করেন জনসাধারনের সামনে ।

আজকের প্রচারে উপস্থিত ছিলেন ৯ নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ, নবগ্রাম ২নম্বর মন্ডল সভাপতি স্বরূপ ঘোষ, নিমাই চন্দ্র ঘোষ এছাড়া ১ নম্বর মন্ডল সভাপতি নিতাই মন্ডল সহ বিজেপির কর্মী সমর্থকেরা।

এই রাস্তা নিয়ে জনসাধারণ থেকে শুরু করে বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ অভিযোগের সময় এবং প্রচার করার সময় কি বলছেন শুনুন।