অবতক খবর,৭ ডিসেম্বর: উত্তর 24 পরগনা জেলায় ডিসেম্বর মাসে গত তিনদিনে নিম্নচাপের গড় বৃষ্টিপাতের পরিমাণ 90 মিলিমিটার যা গত কয়েক বছরের মধ্যে রেকর্ড বৃষ্টি বলা যেতে পারে। টানা বৃষ্টির ফলে- ধান, শীতকালীন সবজি, বিভিন্ন ফুল, সরিষা, এবং ডাল চাষে ব্যাপক ক্ষতি হয়েছে।

কৃষি দপ্তর সূত্রে জানা গেছে উত্তর 24 পরগনা জেলায় এবছর 20 হাজার 500 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছিল, 80 ভাগ সবজি নষ্ট হয়ে গেছে, এছাড়া সরিষা 33 হাজার হেক্টর, ডাল শস্য 7 হাজার হেক্টর নষ্ট হয়ে গেছে, এছাড়া ফুল চাষে ব্যাপক ক্ষতি হয়েছে- জবা,দোপাটি, গাঁদা ফুল, নীলকন্ঠ ফুল-সহ একাধিক ফুলের জমিতে জল দাঁড়িয়ে রয়েছে। জল নেমে যেতেই ফুল গাছের গোড়া পচতে শুরু করবে।

কৃষি আধিকারিকরা কৃষকদের পরামর্শ দিচ্ছেন জমি থেকে দ্রুত জল বের করে দিয়ে কীটনাশক, ছত্রাকনাশক, স্প্রে করলে কিছুটা হয়তো বাঁচাতে পারবেন।