অবতক খবর,৭ ডিসেম্বর: খড়দহ পৌরসভার 14 নম্বর ওয়ার্ড পিডির মোড় এলাকায় তৃণমূল কার্যালয়ে উদ্দাম নৃত্য করতে দেখা গেল তৃণমূল কর্মীকে। হিন্দি গান বাজিয়ে, এই ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে তুমুল বিতর্ক তৈরি হয়েছে খড়দহ বিধানসভা অঞ্চলজুড়ে। খরদহ রাসখোলা ফেরি ঘাটে কর্মরত তৃণমূল কর্মী প্রদীপ মাহাতো পার্টি অফিসের ভেতর হিন্দি গান বাজিয়ে উদ্দাম নৃত্য করছেন এবং তার পেছনে মহত্মা গান্ধী, নেতাজী সুভাষ, মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি।

এই বিষয়ে পার্টি অফিসের নেতাকর্মীরা প্রথমে কিছু বলতে না চাইলেও পরে তারা বলেন, কিছু অশুভ শক্তি তাদের পার্টি অফিসের বিরুদ্ধে অপপ্রচার করছে। ঘটনাকে নিয়ে খড়দহ বিধানসভার উচ্চ নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছেন। নৃত্যশিল্পী তৃণমূল কর্মীকে এলাকায় খোজ করা হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

তবে উত্তর কোলকাতা শহরতলী জেলা প্রেসিডেন্টে কিশোর কর জানান, তৃনমুলের দলের উপর কোন কন্ট্রোল নেই।তাই এই সব দেখা যাচ্ছে।