অবতক খবর,১ এপ্রিল,নববারাকপুর: যার যখন যেখানে দরকার, আসছে আপনার দুয়ারে সরকার। শ্লোগান কে সামনে রেখে শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হল ষষ্ঠ পর্যায়ে দুয়ারে সরকার শিবির। নববারাকপুর পুরসভার উদ্যোগে কৃষ্টি অডিটোরিয়াম প্রাঙ্গণে শনিবার শুরু হল দুয়ারে সরকার আবেদনপত্র গ্রহন শিবির।স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, ভবিষ্যত ক্রেডিট কার্ড, বিধবা ভাতা, সামাজিক সুরক্ষা যোজনা, স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ ৩৩ টি পরিষেবা আবেদনপত্র গ্রহন করতে বিভিন্ন ওয়ার্ডের নাগরিকরা। বিশেষ সংযোজন কমপ্লেন বক্স এবং কন্ট্রোল রুম ও হেল্প নম্বর চালু রয়েছে শিবিরে।

বিভিন্ন সময়ে শিবির পরিদর্শন করেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, পুরসভার কার্যনির্বাহী আধিকারিক মাসুদুল মোল্লা, পুরসভার হেডক্লার্ক ক্যাম্প ইনচার্জ সজল নন্দী মজুমদার, পুরসভার নোডাল অফিসার দেব প্রসাদ রাহা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন।পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা বলেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক অনুপ্রেরণায় ষষ্ঠ পর্যায়ে নববারাকপুর পুরসভার উদ্যোগে শুরু হল দশ দিনের দুয়ারে সরকার শিবির আবেদনপত্র গ্রহন।সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলবে শিবির ।১১-২০ এপ্রিল আবেদনপত্রের নিরিখে পরিষেবা প্রদান। প্রথম দিন থেকেই নাগরিকদের ঢল নামে। দুয়ারে মানুষ আসছে পরিষেবা গ্রহনে।