অবতক খবর,১৭ এপ্রিল,নববারাকপুর: নববারাকপুর, মধ্যমগ্রাম সহ পার্শ্ববর্তী অঞ্চলের দুঃস্থ শারীরিক ভাবে প্রতিবন্ধী মানুষের হাতে হস্তচালিত ট্রাইসাইকেল তুলে দিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।রবিবার সকালে স্থানীয় অনুভব ভবনের দ্বিতলে নববারাকপুরে স্বেচ্ছাসেবী সংস্থা একঝাঁক ইচ্ছেডানার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে সংস্থার সামাজিক দায়বদ্ধতা শারীরিক ভাবে প্রতিবন্ধী চারজন মানুষের হাতে হস্তচালিত ট্রাইসাইকেল তুলে দিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।

মন্ত্রী বলেন, খুবই ভালো কাজ। ইচ্ছা শক্তির ডানা মেলে দেওয়ার প্রচেষ্টা সার্থক হল। নামকরণের যথাযথ মর্যাদা দেওয়া হল। খুবই প্রশংসার যোগ্য। সারা বছর বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করে এগিয়ে চলুক ইচ্ছেডানা মেলে। উপস্থিত ছিলেন নববারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, স্হানীয় কাউন্সিলর বেবি চক্রবর্তী, নীতা দে, কৃষ্ণা বসু, সুদীপ ঘোষ, জয়গোপাল ভট্টাচার্য, মনোজ সরকার প্রমুখ।শুরুতে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী সহ পুরপ্রধান ।সংস্থার সদস্যরা দুটি সমবেত সংগীত পরিবেশন করেন।এরপর শারীরিক ভাবে প্রতিবন্ধী মধ্যমগ্রাম সাহাড়া ঘোষপাড়া নিবাসী বিজয় কুমার সিংহ, নববারাকপুর তালপুকুর রোডের লক্ষ্মী দাস, দক্ষিণ মাসুন্দার নন্দগোপাল পালের হাতে হস্তচালিত ট্রাইসাইকেল তুলে দেওয়া হয় এদিন।এরপর হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সৌমেন সাহা।