অবতক খবর,২০ আগস্ট,ধূপগুড়ি: বৃষ্টির জমা জল কাদায় দোকানে আসছে না ক্রেতা।পাশাপাশি জল কাদার সমস্যায় রাস্তার মাঝে দাঁড়িয়ে অটোতে যাত্রী তুলতে হচ্ছে ম্যাজিক ভ্যানের চালকদের।
পুরসভাতে জানিয়েও সমস্যা সমাধান হচ্ছে না, অভিযোগ এলাকার ব্যবসায়ী সহ ম্যাজিক ভ্যান চালকদের।

শহরের ফালাকাটাগামী রোডের সদাসেনা ছাত্রাবাস এলাকার ব্যবসায়ী ও ম্যাজিক ভ্যান চালকরা সমস্যার মুখে দাঁড়িয়ে রয়েছে।
তাদের অভিযোগ, বৃষ্টি হলেই এক হাঁটুর উপরের রাস্তার ধারে জল জমে যাচ্ছে।নিকাশি নালা পরিস্কার না করার ফলে সমস্যার মুখে পড়তে হচ্ছে।বৃষ্টির জমা জলে রাস্তার অনেকটাই জায়গা কাদায় পরিণত হয়েছে।ফলে জল কাদা পেরিয়ে কোন ক্রেতা দোকানের খরচ নিতে আসতে পারছে না, অভিযোগ ব্যবসায়ীদের।একদিকে জলে পাড়া দিয়ে কেউ গাড়িতে উঠতে চাইছে না।যাত্রীদের সমস্যার কথা ভেবে রাস্তার অনেকটাই মাঝে গাড়ি দাঁড় করাতে হচ্ছে।এর ফলে যে কোন মূহুর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।উপায় না পেয়ে এই ভাবের চলাচল করতে হচ্ছে।বিষয়টি পুরসভাতে জানানো হলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।সকলেই চাইছি সমস্যা দ্রুত সমাধান হোক।

এই বিষয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং কে প্রশ্ন করা হলে তিনি বলেন, মানুষের পাশে পুরসভা সবসময় আছে।মানুষের ভোগান্তির জন্য দুঃখিত।দুয়ারের সরকার কর্মসূচি চলার জন্য কিছুটা দেরি হচ্ছে।তবে দুই তিন দিনের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।