আজ এই চন্দ্রলাঞ্ছিত রাতে আমি কি উলঙ্গ হয়ে তিনতলা থেকে ঝাঁপ দেব, ফলিত পরীক্ষা করে দেখব স্বপ্নদীপের কেমন অবস্থা হয়েছিল সেই রাতে!
স্বপ্নদীপ কি কোনো ব্যক্তিবাচক বিশেষ্য? আমার আপনার যে কোন জাতকই তো অত্যন্ত আকাঙ্ক্ষার স্বপ্নদীপ! বলুন,বলুন তাই কিনা?
এত বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবীরা জানতেন না বছরের পর বছর এভাবে র‍্যাগিংয়ের শিকার হয়ে চলেছে তাদের ছাত্ররা? তারা রাজনীতি করেন, শিক্ষক ইউনিয়ন করেন ছাত্রদের এই চরম নির্যাতনের বিরুদ্ধে তাদের নজর নেই?
আমিও আজ এই রাতে আত্মহত্যা করবো।

ধর্ষকাম অথবার্্যাগিং
তমাল সাহা

উলঙ্গ! উলঙ্গতা আমাদের ঐতিহ্য
অশ্লীলতা আমাদের পরম্পরা ধর্ষকামিতা আমাদের রক্তে
এখন বেরিয়েছে নতুন শব্দ জিরো টলারেন্স!
কে বলছে, প্রতিধ্বনি করছে কে?

রামায়ণ মহাভারতে উলঙ্গতা
নারীদেহ উলঙ্গ জতুগৃহ দাহ করে কে?
মণিপুরই শুধু উলঙ্গ হয় নাকি
তুমি আমি সবাই উলঙ্গ যে!

রাষ্ট্র উলঙ্গ, শাসক উলঙ্গ, সমাজ উলঙ্গ
প্রতিমুহূর্তে দেখি অসভ্য অশালীন বিভঙ্গ
কবি উলঙ্গ, দীর্ঘ দীর্ঘ কবিতা লেখে যে!

প্রতিষ্ঠান যারা চালায় তারাও উলঙ্গ
রাজনীতি উলঙ্গ, দল উলঙ্গ,নেতা উলঙ্গ
বুদ্ধিজীবীরা টকশোতে নগ্ন কৌশলে কথা বলে
স্বপ্নদীপ সৌরজ্যোতি এদের বাঁচাবে কে?

জিরো টলারেন্স! জিরো টলারেন্স!
এসো, উলঙ্গ উদোম ন্যাংটো হয়ে বেরিয়ে এসো
নিজের হাতে মর্দন করি নিজের স্তন যোনি জননাঙ্গ
নতুন র্্যাগিং পদ্ধতি আবিষ্কার করি প্রকাশ্যে
আজ খুন আমার প্রজন্ম নবআনন্দ যে
বাজাই ইচ্ছেমতো যত জোরে পারি ডিজে!