অবতক খবর,১২ আগস্টঃ দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পরে শনিবার বিকেলে নবরূপে আত্মপ্রকাশ রিষড়া পুরসভার রবীন্দ্রভবনের।

শনিবার বিকেলে সাংসদ কল্যাণ ব্যানার্জি, জেলা সভাপতি অরিন্দম গুইন,পুরপ্রধান বিজয় সাগর মিশ্রএর হাত ধরে উৎবোধন হয়ে গেলো রিষড়া রবীন্দ্র ভবনের।

২০১৪ সালের পর থেকে প্রায় বন্ধ অবস্থায় পড়েছিল রিষড়া পুরসভার এই প্রেক্ষাগৃহ। ফলে সংস্কৃতি জগতের শিল্পীদের অসুবিধায় পড়তে হতো। তাই দীর্ঘদিন ধরেই সাংস্কৃতিক জগতের মানুষদের এবং রিষড়াবাসীর দরকার ছিল এই প্রেক্ষাগৃহের। তাই সবার কথা মাথায় রেখেই সম্পূর্ণ নতুনরূপে বিভিন্ন আধুনিকরণের মাধ্যমে সুসজ্জিত করা হয়েছে এই রবীন্দ্রভবনকে। শনিবার এর শুভ উদ্বোধন করবেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।শীততাপ নিয়ন্ত্রিত এই ভবনে আসন সংখ্যা 510 টি। কলকাতার নামিদামি প্রেক্ষাগৃহের আদলে তৈরি হচ্ছে মঞ্চ।