অবতক খবর,২৪ মার্চ: বসন্ত এসে গেছে । দোলের আগে চারিদিক রঙিন করে তুলতে নয়া উদ্যোগ রিষড়া বসন্ত উৎসব কমিটির।
বসন্তের রঙে চারিদিক রাঙিয়ে তুলতে প্রতিবছরই তাদের বিভিন্ন উদ্যোগ থাকে। এ বছর তারা ১৫ তম বর্ষে তাদের তাদের অভিনব ভাবনা আল্পনা। দোলের আগে থেকেই শুরু হয়ে যায় তাদের বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান।

আজ বিকেলে আল্পনা প্রতিযোগিতার মধ্য দিয়ে তাদের বসন্ত উৎসবের সূচনা হলো। ৮ থেকে ৮০ এরম প্রায় ২০০ জন প্রতিযোগি অংশ নেয় সেখানে।কাল বসন্ত উৎসব উপলক্ষে শোভাযাত্রা ও সারাদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। বসন্তে আল্পনায় রঙিন হয়ে ওঠে রিষড়ার পশ্চিমপাড়ের রাস্তাঘাট। রিষড়া ব্রহ্মানন্দ মাঠে এই অনুষ্ঠানে শামিল হন “লাল পাহাড়ির দেশে যা” গানের লেখক তথা বিখ্যাত কবি অরুণ চক্রবর্তী ।

তিনি বলেন সমাজকে সচ্ছ করতে ও দুর্নীতি হটাতে সবাই কে রঙের উৎসবে মাত্তে হবে ।