অবতক খবর,২৪ মার্চ: বারাকপুর এলাকার বাসিন্দাদের মনোরঞ্জন এবং ব্যারাকপুরে সৌন্দর্যায়ন এর জন্য বারাকপুর স্টেশন এলাকায় রেলের প্রাচীরের গায়ে অঙ্কিত হয়েছিল সমস্ত ব্যারাকপুরের ইতিহাসে তথ্যচিত্র। বারাকপুরে গান্ধী ঘাট ,মঙ্গল পান্ডে উদ্যান, রাষ্ট্রগুরু রবীন্দ্রনাথ এর বাসভবন থেকে শুরু করে ব্যারাকপুরের সম্পূর্ণ ইতিহাস চিত্রিত হয়েছিল এই স্টেশনের দেয়ালে। যাতে যারা বাইরে থেকে আসবে তারা এসে দেওয়ালের গায়ে এই চিত্র দেখে বারাকপুর সম্বন্ধে একটা ধারণা নিতে পারবে কিন্তু সমস্ত পরিকল্পনায় এবং সৌন্দর্যনের জল ঢেলে দিল।

কিছু অসাধু মানুষ। আকা দেয়ালের মধ্যে রং দিয়ে চিত্রকলা মুছে দেওয়া হল। এই ঘটনায় ক্ষিপ্ত ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। তিনি বলেন যারা এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত তাদের ছেড়ে দেওয়া হবে না প্রশাসনিকভাবে তাদের ওপর কড়া পদক্ষেপ নেওয়া হবে। তিনি হুংকার দিয়ে বলেন আমার নামও রাজ চক্রবর্তীর আমি এর শেষ দেখে ছাড়বো।