অবতক খবর,৯ আগস্ট: রাজ্যজুড়ে লকডাউন চলছে। কাঁচরাপাড়ায়ও লকডাউন চলছে। কাঁচরাপাড়া পৌর প্রশাসন,থানা প্রশাসন, ব্যবসায়ী সমিতি মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন যে, দোকানপাট সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। বর্তমানে তারা এই নির্দেশের বিষয়ে অত্যন্ত ক্ষুব্ধ।

তাদের ক্ষোভের সঙ্গত কারণ রয়েছে। তারা জানাচ্ছেন কল্যাণী,নৈহাটি অঞ্চলের দোকানপাট,বাজার রাত্রি নটা পর্যন্ত খোলা থাকছে। তবে কাঁচরাপাড়ার ব্যবসায়ীরা আর্থিক উপার্জনের দিক থেকে মার খাবেন কেন? তাদের দোকানপাট খোলা রাখার সময় সীমা সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন?

অন্যদিকে বিভিন্ন ফুড প্লাজা ও রেস্টুরেন্টের মালিকরাও জানাচ্ছেন যে,তাদের গ্ৰাহক সন্ধ্যেবেলার দিক থেকেই সাধারণত শুরু হয়। দুপুরে ক’জন রেস্টুরেন্টে খেতে যান?তাদের ব্যবসা পুরো মার খাচ্ছে, কর্মচারীদের দৈনিক বেতন দেবার মত পয়সা উপার্জন হচ্ছে না। উপরন্তু একটা এস্টাবলিশমেন্ট খরচ রয়েছে। সেই টাকাই উঠছে না। এমনিতেই তারা ফ্যান, এসির ব্যবহার কমিয়ে দিয়েছেন। ফলে তারা দুরবস্থার মুখে।

তাদের প্রশ্ন যদি অন্যান্য অঞ্চলে এই লকডাউনের পিরিয়ডে দোকানপাট রাত নটা পর্যন্ত খোলা থাকে তবে তাদের এই কাঁচরাপাড়া অঞ্চলে দোকানপাট নটা পর্যন্ত খোলা রাখার নির্দেশ জারি করতে বাধা কোথায়?