অবতক খবর,১০ আগস্ট: এবার কাঁচরাপাড়া পৌরসভার অ্যাকাউন্টস বিভাগের কর্মী কাঞ্চন নাথ করোনায় আক্রান্ত হয়েছেন। তার রিপোর্ট কোভিড পজিটিভ। ফলতঃ অত্যন্ত তৎপরতার সঙ্গে পৌরসভা বন্ধ করে দেওয়া হল বলে জানিয়েছেন পৌর প্রশাসক সুদামা রায়। তিনি জানান,১০,১১ এবং ১২ আগস্ট পর্যন্ত সম্পূর্ণ পৌরসভায় স্যানিটাইজেশন প্রক্রিয়া চলবে। আজ সকাল থেকেই পৌরসভায় স্যানিটাইজেশন শুরু হয়ে গিয়েছে ও আক্রান্তের বাড়িও তৎসংলগ্ন এলাকা স্যানিটাইজ করা হবে এবং তিনদিন পৌর কাজকর্ম বন্ধ থাকবে।

তিনি জানিয়েছেন,এর জন্য পৌর কাজকর্ম বন্ধ থাকলে জনসাধারণের অসুবিধা হয়। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ করোনা প্রতিরোধে তারা পৌরসভা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। জনগণের কাছে তাঁর আবেদন কাঁচরাপাড়াবাসী যেন পৌরসভার পাশে থাকেন,তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

উল্লেখ্য,৯ আগস্ট পর্যন্ত কাঁচরাপাড়া পৌর অঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা ১০৫। তারমধ্যে ৫৮ জন সুস্থ হয়ে গেছেন,২৫ জন হোম কোয়ারেন্টাইনে আছেন,৩৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ৯ আগস্ট পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৩।

উল্লেখ্য, তৃতীয় জনের নাম দীপক দাস। তাঁর স্থায়ী ঠিকানা কাঁচরাপাড়া হলেও তিনি কাঁচরাপাড়া অঞ্চলে করোনায় আক্রান্ত হননি। তিনি হাওড়া অঞ্চলে থাকেন। সেখানেই তিনি আক্রান্ত হয়েছেন এবং মারা গিয়েছেন।

অন্যদিকে সিপিএম নেতা শম্ভু চ্যাটার্জি স্ত্রীসহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ১৫ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অলোকময় লাহিড়ী সুস্থ আছেন। তিনি ১৫ আগস্ট থেকে জনসংযোগের ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন। আরো জানানো হচ্ছে স্থানীয় একজন সুপরিচিত চিকিৎসক সম্পর্কে যে খবরটি ছড়ানো হয়েছিল সেটি নেহাতই গুজব।