পুজোর আবেশ তৈরি।
পুজো পুজো পুজো
আমায় এখন কুমোরপাড়ায় খুঁজো।

দুর্গা তখন বাঙালি
তমাল সাহা

মানুষের কেন এত ঢল দুর্গার টানে? কি কারণে?
জানিনা, বুঝিনা কিছুই, শুধু দেখে যাই।
পটুয়াপাড়ায় ঘুরি আনমনে।

যারা ছিল কাছে তারা চলে গেছে দূরে, আমি এখন একাকী ভবঘুরে,
বেঁচে আছি শুধুমুধু অক্ষরে অক্ষরে!

অনেক আর্টফার্ট বৌদ্ধিক চিন্তন কারুকৃৎ কৌশল দেখলাম তো ভাই!
আমার সোজা স্পষ্ট কথা
শিল্পী বিকাশ ভট্টাচার্যের এই বাঙালি দুর্গাই আমার চাই!