অবতক খবর,২৫ জুলাই: গতকাল রাত্রি ৮ টা নাগাদ দুবরাজপুর থেকে হেতমপুরে নিজের বাড়ি ফিরছিলেন মনমোহন চক্রবর্তী নামে এক গুড়ো চা ব্যবসায়ী। তাঁর দুবরাজপুরে একটি গুঁড়ো চায়ের দোকান রয়েছে। তিনি দোকান বন্ধ করে দুবরাজপুর থেকে হেতমপুরে সাইকেলে করে নিজের বাড়ি ফিরছিলেন। হেতমপুর জঙ্গলের কাছে পুলিশ শেডের কাছে কয়েকজন দুষ্কৃতী রাস্তা আটকে তাঁর উপর লোহার রড, বাঁশ ও মদের বোতল দিয়ে হামলা করে এবং তাঁর মুখের ভেতর হাত ভরে দেয়। দুষ্কৃতীরা মনমোহন বাবুর কাছ থেকে ২ হাজার টাকা, একটি নতুন সাইকেল এবং ২ টি মোবাইল ছিনতাই করে নেয়। তখন উল্টো দিক থেকে আসা এক বাইকের আলোর ছটা দেখে সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আহত অবস্থায় দুবরাজপুর গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হয় মনমোহন চক্রবর্তীকে। খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ হাসপাতালে আসে। ইতিমধ্যেই দুবরাজপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মনমোহন চক্রবর্তীর দাদা রাখহরি চক্রবর্তী জানান, আমার ভাই দুবরাজপুর থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিল। তখন হেতমপুর জঙ্গলের কাছে পুলিশ শেডের কাছে দুষ্কৃতীরা তাঁর উপর হামলা করে এবং নতুন সাইকেল, ২ টি মোবাইল এবং ২ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।