অবতক খবর, সংবাদদাতা ::  ডিজিটাল যুগে যেভাবে এনড্রয়েড মোবাইলের যুগে গ্রাম থেকে শহরে বিভিন্ন খেলা ধূলার মান হারিয়ে গেছে।খেলা ধূলার মাঠ থাকলেও খেলার মাঠে খেলা ধূলা নাই।খেলা ধূলার বদলে খেলার মাঠে মোবাইল নিয়ে ব্যস্ত যুব সমাজ।খেলা ধূলার মান উন্নয়ন জন্য উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের অধিন চাদগাও প্রাথমিক বিদ্যালয়ে মাঠে দুই দিন ব্যাপী নকআউট ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা আয়োজন করা হয়।

স্থানীয় ইয়াং স্পোর্টস অ্যাকাডেমির উদ্যোগে চাঁদগাও প্রাথমিক বিদ্যালয়ে।দুই দিন ব্যাপী নক আউট ক্রিকেট টুর্নামেন্ট দুই দিনাজপুরের ৮টি দল অংশ গ্রহণ করে।জয়ী দল ও পরাজিত দলকে নগদ অর্থ সহ ট্রফি প্রদান করা হবে।খেলার মাঠে উপস্থিত ছিলে ক্লাব সভাপতি রত্ণ বর্মণ,সম্পাদক প্রসান্ত দেবসর্মা,স্থানীয় শিক্ষক মনোময় মিত্র সহ বিশিষ্ট জনেরা।খেলা দেখতে প্রচুর ক্রিড়া প্রেমী মানুষ ভিড় জমায়।