অবতক খবর, সংবাদদাতা ::  বিধানসভা নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।সেই মতাবেক প্রতিটি রাজনৈতিক দল ভোট প্রস্তুতি শুরু করে দিয়েছে।সেই মতাবেক উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক তথা তৃণমূল প্রার্থী তপণ দেবসিংহের সমর্থনে কালিয়াগঞ্জে তৃণমূল সমর্থিত শিক্ষক সমিতির ডাকে একটি কর্মীসভার আয়োজন করা হয় তৃণমূল শহ কার্যালয়ে।

এদিনের সভায় উপস্থিত ছিলেন বিধায়ক তথা তৃণমূল প্রার্থী তপণ দেবসিংহ, রাজ্য সম্পাদক অসীম ঘোষ,ব্লক সভাপতি নিতাই বৈশ্য, শহর সভাপতি কমল ঘোষ,শিক্ষক সংগঠনের সভাপতি এজামূল হক সহ অন্যান্যরা।সভায় কালিয়াগঞ্জ ব্লকের মাদ্রাসা,হাইস্কুল,জুনিয়ার হাইস্কুল শিক্ষক ও প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

এদিন শিক্ষকদের আলোচনা বিষয় ছিলো রাজ্য সরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন প্রকল্প চালু করেছে তা মানুষের কাছে তুলে ধরা পাশাপাশি কেন্দ্রে বিজেপি সরকার দিনের দিন বিভিন্ন সরকার প্রতিষ্ঠান বেসকারি করণ করা,ডিজেল পেট্রল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি করছে তা ধূরা হবে।উন্নয়নকে অব্যাহত রাখতে তৃতীয় বারের জন্য রাজ্যে মূখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় হয়।