দাঁড়াও পথিকবর
তমাল সাহা

চৈতালি রাতের স্বপ্নে দেখিয়েছি, দেখিয়েছি নীল সাদা লাল
সূর্যশিকার বেরিয়েছে তারা ছিঁড়ে আনবে রৌদ্রময় সকাল।

জনতার আফিম কি আগেই তো বলেছি
কয়লা খাদানে অঙ্গারও দেখিয়েছি অনেক আগে,
তখনো তোরা উঠিস নি ফুঁসে দুর্জয় রাগে!

নিচের মহল দেখে বুঝিস নি কিছুই
মানুষের অধিকারে নেপোয় মেরেছে দই।
ঘুম নেই, প্রফেসর ম্যামলক আমি
বাংলা ছাড়ো স্লোগান তুলেছি
পাণ্ডবের অজ্ঞাতবাস তোরা ফিরেছিস কই?

কালো হাত চক্রান্ত পেট্রোল বোমা–এসব শব্দের নাটক দেখিয়েছি,স্পর্ধায় দেখিয়েছি শ্রীমতীর বিচার
সময় কাল ধরে রাখাই তো নাটকের অঙ্গীকার।

টোটা হাতে গেরিলারা লড়ে এবার রাজার পালা বলে করে গর্জন
লেনিনের ডাকে যুদ্ধংদেহী উচ্চারণ
কোথায় ফেরারী ফৌজ, কোথায় আক্রমণ?

দুঃস্বপ্নের নগরী তীর হাতে লড়ে যায় তিতুমীর ব্যারিকেড গড়ে,টিনের তলোয়ার তো প্রতীক মাত্র,দিবারাত্র উত্তাল করে কল্লোল ওঠে ভারত মহাসাগরে।

মালোপাড়ার মা পথে নামে হিম্মত দেখায় হিম্মতবাই লাল দুর্গ গড়ে দিনবদলের পালার গান গাই।

দাঁড়াও পথিকবর!
থিয়েটার তো জীবন, জীবন তো বাঁচার সংগ্রাম– এক রাজনৈতিক বিজয়ের প্রোপাগান্ডা সে বিষয়ে সংলাপ শোনাই।