অবতক খবর,২২ এপ্রিল: আবহাওয়া আপডে

আবহাওয়া বিভাগ অধিকর্তার নাম সৌরিশ বন্দ্যোপাধ্যায়।

দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের যেই পরিস্থিতি তাতে উন্নতির কোন সম্ভাবনা নেই এই মুহূর্তে আগামী এক সপ্তাহ ২২ থেকে ২৩ তারিখের মধ্যে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রী ক্ষমার সম্ভাবনা রয়েছে আবার ২৪ তারিখের পর থেকে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে
২৩ তারিখ নাগাদ তীব্র তাপক প্রভাবের পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সেই সাথে পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলাগুলিতে শুধু তাপপ্রবাহ।

কলকাতার ক্ষেত্রে যদি বলা হয় তাহলে ২২ থেকে ২৩ তারিখ আদ্রতা জনিত অসস্তিকর গরম বজায় থাকবে কলকাতার ক্ষেত্রে ২২ তারিখ অর্থাৎ আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উন্নতি 39ডিগ্রি কাছাকাছি অর্থাৎ কালকে থেকে 1 ডিগ্রি মতো কম ২৪ তারিখ থেকে কলকাতার ক্ষেত্রে ৪০ থেকে ৪১ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধু দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি বলা হয় মালদা এবং দিনাজপুরে অস্বস্তিকর গরম বজায় থাকবে। ২৪ তারিখ থেকে উত্তরবঙ্গের বেস্ট কয়েকটি জেলায় তাপমাত্রা বাড়বে আবার এই জেলায় 24 তারিখ থেকে ২৬ তারিখ তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের উত্তরের কয়েকটি জেলায় দার্জিলিং কালিংপং এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

২২ তারিখের তীব্র তাপপ্রবাহ থাকছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ 24 পরগনা পশ্চিম বর্ধমান। এবং ২৩ তারিখ ও একই রকম কন্ডিশন থাকার সম্ভাবনা এবং এটি ২৪ তারিখে আরেকটু বেড়ে যাবে সেই সাথে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এই জায়গা গুলিতেও তারপর প্রভাবে সম্ভাবনা রয়েছে। ২৪ তারিখ

কলকাতার ক্ষেত্রেও তাপও প্রভাবে সম্ভাবনা আছে। ২৪ তারিখ দিয়ে 26 তারিখ সতর্কবার্তা বলতে বেশ কিছু জেলায় দক্ষিণবঙ্গের সতর্কবার্তা দেওয়া হয়েছে তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহ। বিশেষ কারণ হচ্ছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ নেই তার ফলেই এই তাপো প্রভাবে সম্ভাবনা তৈরি হয়েছে

এখন পর্যন্ত এপ্রিল মাসে 40° ক্রস করেছে তিন দিনে ১৯ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত তার মধ্যে 20 তারিখ নাগাদ ছিল ৪০.৮ লাস্ট ৫০ বছরে যদি দেখা যায় তাপমাত্রা ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ১৯৮০ সালে রেকর্ড করা হয়েছিল। অর্থাৎ এখন যেটা চলছে সেটা সর্বকালীন রেকর্ড নয়। এপ্রিল মাসে এইরকম স্পেল পাওয়াই যায় কলকাতা এবং দক্ষিণ বঙ্গের জন্য। ২০২৩ এ দক্ষিণবঙ্গের পাঁচ দিন আমরা এই তাপো প্রভাবে স্পেল পেয়েছিলাম অর্থাৎ দক্ষিণবঙ্গে এবং কলকাতায় আগামী 7 দিন এই পরিস্থিতি চলবে