অবতক খবর,৯ জুন: বীজপুরের তৃণমূল যুব নেতা রাজু বিশ্বাস। তিনি তাঁর কর্মকাণ্ডের জন্য বারবার শিরোনামে উঠে এসেছেন। বিশেষত এই করোনা এবং আমফান বিপর্যয়ের পর তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। তিনি যেকোন পরিস্থিতিতে সর্বদা মানুষের পাশে দাঁড়ান। কিছুদিন আগে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ আমফানে মাথার উপর ছাদ হারিয়েছেন বহু মানুষ। একে তো লকডাউনে বন্ধ ছিল তাদের রুটিরুজি, তার উপর আমফান কেড়ে নিয়েছে তাদের মাথার উপর থেকে ছাদ। এবার তিনি ত্রাণ সামগ্রী পাঠালেন তৃণমূল জেলা অফিসে। গত ৫ জুন জেলা অফিসে তিনি পাঠান ৫ কুইন্টাল চাল,৩ কুইন্টাল আলু,৯০ কেজি ডাল,২৫০০টি ডিম,৪০০ প্যাকেট সোয়াবিন,১০০ প্যাকেট বাচ্চাদের দুধ সহ অন্যান্য সামগ্রী। এ প্রসঙ্গে রাজু বিশ্বাস বলেন,’সবার উপরে মানুষ সত্য। আর আমি সাধারণ মানুষের জন্যই কাজ করছি। মানুষ এখন প্রাকৃতিক বিপর্যয়ের জেরে খুব অসহায় হয়ে পড়েছে। আর মানুষ হয়ে আমার কর্তব্য তাদের পাশে দাঁড়ানো। ঠিক যেমনটা আমাদের নেত্রী মানুষের জন্য করছেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়েই আমি সবকিছু করছি।’