অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদ জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন এসসি মোর্চা সভাপতি রাম মন্ডল

তিনি জানালেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিছিয়ে পড়া তপশিলি ছাত্র-ছাত্রীদের জন্য দুই হাজার কুড়ি সালের ২৩ শে ডিসেম্বর ঘোষণা করে তপশিলি ছাত্র-ছাত্রীদের জন্য ৫৯০০০৪৮কোটি টাকা পাঁচ বছরের জন্য চার কোটি ছাত্র-ছাত্রীদের বৃত্তি দেওয়া হবে।
বৃত্তি দেওয়ার পরিমাণ :-
দুই হাজার কুড়ি একুশ ১২৭.৩৭ কোটি, ২১/২২_১২৭.৪৭ কোটি
২২/২৩_১৩৩.৮১ কোটি
২৩/২৪_১৪০.৫০ কোটি
২৪/২৫_১৪৭.৫২ কোটি
২৫/২৬_১৫৮.৯০ কোটি।
পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের এই বৃত্তি অনুমোদন দিয়েছেন। এই বৃত্তি স্কুল পাশ করে বা উচ্চ শিক্ষায় যেসব ছাত্রছাত্রী আছেন তাঁরা অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন জানাতে পারবেন।

তারা মনে করছেন বিরোধীরা যতই কুৎসা করার চেষ্টা করুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একের পর এক প্রকল্প ঘোষণা করে চলেছেন তারা আরও জানান এই বৃত্তি টাকা পেলে উপকৃত হবে মুর্শিদাবাদ জেলার ছাত্র-ছাত্রীরা।