অবতক খবর,৪ জানুয়ারি: বেশ কয়েকদিন আগে খড়দহে সভা করেছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। স্থানীয় বিজেপি নেতৃত্বরাই এই সভার আয়োজন করেন।সেখানেও বিজেপি কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ঠিক একই জায়গায় অর্থাৎ খড়দহ সূর্যনগর স্পোর্টিং ক্লাবের মাঠে গতকাল জনসভা করল তৃণমূল। সেই সভায় রেকর্ড সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এই সভার পর তৃণমূল নেতারা বলছেন যে,এই সভায় যোগ দিয়ে মানুষ বুঝিয়ে দিয়েছেন যে বাংলার আপামর জনগণ তৃণমূল কংগ্রেসের পক্ষেই রয়েছেন। অন্যদিকে এই সভায় যোগ দিয়েছিলেন বীজপুর,নৈহাটি, ভাটপাড়া, ব্যারাকপুর,টিটাগড়,পলতা,নোয়াপাড়া অঞ্চলের তৃণমূল কর্মীরা। এই সভায় নেতৃত্ব দেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সৌগত রায়, তাপস রায়,মদন মিত্র,পার্থ ভৌমিক, সুবোধ অধিকারী সহ অন্যান্য উচ্চস্তরের নেতৃবৃন্দ।
তবে এই জনসভার পর রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে, যেভাবে এই জনসভায় মানুষের উপস্থিতি চোখে পড়েছে তাতে বোঝা গেছে যে বিজেপি কিছুটা হলেও কোণঠাসা হয়ে পড়েছে।