অবতক খবর,৪ মে: কাগ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্যার স্বামী হাবিবুর রহমান প্রকাশ্যে কুপিয়ে খুনের ঘটনার ৫ জন অভিযুক্তের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিল কান্দি মুকুমা আদালত বিচারক অরিন্দম দত্ত ।

শুক্রবার মুর্শিদাবাদ জেলার কান্দি মুকুমা আদালত বিচারক অরিন্দম দত্ত পাঁচজন অভিযুক্ত আনারুল শেখ,বশির শেখ,জয়নাল শেখ, সুহাদ শেখ ও ভুলু সেখ
সর্বোচ্চ যাবজ্জীবন কারাদন্ডের কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দু বছরের জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক।

প্রসঙ্গত ২০২১ সালে অক্টোবর মাসের ৩০ তারিখে মুর্শিদাবাদ জেলার সালার থানার বাবলা গ্রাম থেকে ব্যবসার কাজ ছেড়ে কাগ্রামে বাড়ি ফিরছিল হাবিবুর রহমান। বহড়া গ্রামে দুষ্কৃতীরা পথ আটকায় দুষ্কৃতীরা তারপর ধারালো অস্ত্র দিয়ে কোপ মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় হাবিবুর রহমান।কাগ্রাম পঞ্চায়েতের সদস্য রুপালি শেখ স্বামীকে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রাজনীতির প্রতি হিংসার কারণে এই খুনের অভিযোগ উঠে মৃত্যুর ছেলে ফিরোজ শেখ ঘটনায় পাঁচ জনের নামে অভিযোগ দায়ের করে সালার থানায় ২৪ জন সাক্ষ্য গ্রহণের পর। বৃহস্পতিবার ৫ অভিযুক্ত কে দোষী সাব্যস্ত করে কান্দি মুকুমা আদালত বিচারক শুক্রবার অভিযুক্তদের যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা করেন বিচারক অরিন্দম দত্ত ।