গণেশ চতুর্থী গেল। মা পার্বতীকে না জানিয়ে গণেশ সারা মর্ত্য ঘুরে বেড়িয়ে পুজো খেল। মর্ত্য করোনায় ছেয়ে গেছে। লকডাউন চলছে। করোনা বিধি গণেশ কিছুই মানছে না। পার্বতী উপর থেকে দেখছে। রেগে টং। গণেশ ফিরুক বাড়িতে! ওর একদিন কি, আমার একদিন!
এবার পাঠক দেখুন পুত্রকে মায়ের শাসানি…

ডেটল স্নান / তমাল সাহা

এই করোনা মহাকালে
কেন গিয়েছিলি মর্ত্যে?
তুই কি চাস,
বাঁচতে না মরতে?

তুই জানিস না
কোভিড ভাইরাস
তোকে করতে পারে গ্রাস?

গণেশ! গণদেবতা!
বলে কিনা সিদ্ধিদাতা!
বাড়ি বাড়ি দোকানে দোকানে
প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরলি
জনতার ভিড়
সোস্যাল ডিসটেন্সিং মেইনটেইন করলি
স্যানিটাইজারে ধুয়েছিলি হাত
এ ছেলে পেটে ধরেছি কি বরাত?
মুখেও তো দেখছি পরিসনি মাস্ক!
মনে হচ্ছে চড়াই ঠাস ঠাস।
খেয়ে খেয়ে পেটটি নাদা, পেটুক।
বড় হচ্ছে,না ছাই
একদম নির্বোধ, উজবুক!

গণেশ চতুর্থী!
দিনে দিনে হচ্ছে মুর্খহস্তি।
নে এবার ডেটল জলে কর স্নান
তবে ঢুকবি ঘরে, পাবি স্থান।