চলে গেল ডোটনির্বাচনী!
কেউ কথা রাখেনি।

ডানলপ নিলাম
তমাল সাহা

ডানলপ ঐতিহ্যবাহী কারখানা।
ডানলপ শব্দটির মধ্যে লেখা ছিল এর ভাগ্য।
শব্দই ব্রহ্ম আমরা বলি,শব্দের অর্থ কি বুঝি?
আমরা আসলে নির্বোধ অজ্ঞ।

ডান মানে পাওনাগণ্ডার তাগাদা
লপ মানে আলগা ঝুলে থাকা
বা মাথা ছেঁটে ফেলা।
ডানলপ নিলামে উঠছে—
শব্দটির নিহিত অর্থ বুঝলাম
কারখানাটির শবযাত্রার বেলা।

ভাগীরথীর তীরে স্তব্ধ ডানলপ
কারখানার গেটে জং-ধরা তালা।
দূরে দাঁড়িয়ে চিমনি ভাঙা মাথায়
শুকনো মুখে চোখে জল শ্রমিকের মেলা।

ঘনতম রাত্রির অন্ধকারে
ছুটে চলে জল… মহাকাল বেলা
সংক্ষুব্ধ তরঙ্গে উল্টে যায় জীবনের ভেলা!