অবতক খবর,৫ মার্চ: ইউক্রেনের উপর রাশিয়ার আগ্ৰাসনের বিরুদ্ধে সোচ্চার হল কাঁচরাপাড়ার জনপদ। যুদ্ধ মানেই মৃত্যু যুদ্ধ মানেই ধ্বংস। সে যে রাষ্ট্রই করুক না কেন, সে রাশিয়া, আমেরিকা, পাকিস্তান, ইজরায়েল,যেকোন দেশ হতে পারে। রাষ্ট্র দের নিজেদের মধ্যে আলোচনা করে নিজেদের বিবাদ মিটিয়ে নিতে হবে। যুদ্ধ বিরোধিতা করা মানব ধর্ম।

ফলত ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ এই যে বিশ্বব্যাপী একটা যুদ্ধ উন্মাদনা তৈরি করা, তার বিরুদ্ধে কাঁচরাপাড়ার বিভিন্ন সংগঠন, বুদ্ধিজীবী এবং সুধীবৃন্দ সম্মিলিতভাবে প্রতিবাদ মিছিলের আয়োজন করে। বিকেল সাড়ে চারটেয় লিচুবাগান থেকে এই মিছিল শুরু হয়। মূল পদ কবিগুরু রবীন্দ্র পথ পরিক্রমা করে সেই মিছিল কাঁচরাপাড়া হকার্স কর্নার সংলগ্ন অঞ্চলে সমবেত হয় এবং যুদ্ধের প্রতিবাদে, যুদ্ধের বিরোধিতায় সোচ্চার হয়ে ওঠে।

 

যুদ্ধবিরোধী উদ্যোগের পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করা হয়। গলায় যুদ্ধবিরোধীতার ব্যানার ঝুলিয়ে,প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে এই মিছিল যুদ্ধের বিরুদ্ধে জনমত গঠনের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।