অবতক খবর,২২ মার্চ: এবার ডাকাতির সোনা হাতানোর অভিযোগ উঠল খোদ পুলিশ কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ বেলঘরিয়া থানার ৩ পুলিশ কর্মীর বিরুদ্ধে। সূত্রের খবর,কোন এক ডাকাতিতে বাজেয়াপ্ত করা হয় সোনা। কিন্তু সেই সোনা জমা পড়েনি থানায় কিংবা আদালতে।

ঘটনায় অভিযুক্ত শেখ মাঞ্জার(এস,আই),গৌরব ব্যানার্জী(সাব ইন্সপেক্টর) এবং মিলন ঘোষ(কনস্টেবল)।

এই তিনজন পুলিশ কর্মীর বিরুদ্ধে ডাকাতির সোনা ভাগ বাটোয়ারার অভিযোগ উঠেছে।
এদিকে বেলঘরিয়া থানার তরফে সাফাই দেওয়া হচ্ছে যে, অভিযোগকারীরা এই সমস্ত অভিযোগ প্রায়ই করে থাকেন। এর বেশি তারা কিছুই বলতে চাইছেন না। অর্থাৎ বিষয়টি তারা ধামা চাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

অন্যদিকে এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।
অভিযোগকারীর অভিযোগ কতটা সত্য,তা তদন্ত করে দেখা হচ্ছে।

তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট শোরগোল পড়ে গেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং প্রশাসনিক স্তরে।