অবতক খবর,২২ মার্চ,দেবব্রত মন্ডল,বাঁকুড়া: জয়ী বিরোধী কাউন্সিলারদের পুরসভায় বসতে দেওয়া হচ্ছে না। বাধা দেওয়া হচ্ছে পুরসভায় প্রবেশেও। শপথ গ্রহন উপলক্ষ্যে আজ পুরসভায় প্রবেশের সময় পুলিশ বাধা দিলে বিরোধী কাউন্সিলারের সাথে তুমুল বচসায় জড়াল পুলিশ। বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভার এই ঘটনায় আজ সাময়িক ভাবে ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সদ্য শেষ হওয়া পুরসভা নির্বাচনে বিষ্ণুপুর পুরসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পায় তৃনমূল। বেশ কয়েকটি আসনে জয় পায় কংগ্রেস, নির্দল ও বিজেপি প্রার্থীরা। অভিযোগ জয়ী হয়ে পুরসভায় কাউন্সিলার হলেও বিরোধীদের কোনোরকম গুরুত্ব দেওয়া হচ্ছে না। পুরসভায় কাউন্সিলারদের বসার জায়গায় তৃনমূল কাউন্সিলার এমনকি তৃনমূলের নেতারা অনায়াসে প্রবেশাধিকার পেলেও বিরোধী কাউন্সিলারদের সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আজ বিষ্ণুপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের সদ্য জয়ী কংগ্রেস কাউন্সিলার শ্রীকান্ত ব্যানার্জী, ৮ নং ওয়ার্ডে জয়ী নির্দল কাউন্সিলর, ১১ নং ওয়ার্ডের জয়ী নির্দল কাউন্সিলর ও ১২ নং ওয়ার্ডের জয়ী নির্দল কাউন্সিলর পুরসভায় প্রবেশ করতে গেলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। এরপরই পুলিশের সাথে তুমুল বচসায় জড়িয়ে পড়েন ওই কংগ্রেস কাউন্সিলার। এই বচসার জেরে পুরসভা চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কংগ্রেস কাউন্সিলরের শ্রীকান্ত ব্যানার্জীর দাবি বিরোধী বলে কোন গুরুত্ব নেই। অন্যদিকে শাসক দলের কাউন্সিলর ও নেতা কর্মীদের পুরসভায় অবাধ প্রবেশ অথচ বিরোধীদের প্রবেশে পুলিশের নানান বাধা।