অবতক খবর,২৬ আগস্ট,বাঁকুড়াঃ টেণ্ডার দূর্ণীতি কাণ্ডে তদন্ত নেমে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। পুলিশী হেফাজতে থাকা বিষ্ণুপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জীর ছ’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করেছে পুলিশ।

এর পাশাপাশি বেশ কিছু ভুয়ো অ্যাকাউন্ট ও একাধিক পেট্রল পাম্প সহ অন্যান্য সম্পত্তির সন্ধান মিলেছে বলে বিশেষ সূত্রে খবর। একই সঙ্গে এই ঘটনায় যুক্ত থাকার সন্ধান মিলেছে বেশ কয়কজনের। যদিও তদন্তের স্বার্থে এখনই সেই সব নাম প্রকাশ্যে আনতে রাজী নয় পুলিশ।

পুলিশ সূত্রের খবর, বিধানসভা ভোটের আগে সন্দেহজনক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা লেনদেন হয়েছে। এত টাকা কোথা থেকে কী কারণে জমা পড়েছে, প্রাক্তন বিধায়কের কাছে তা জানতে চাইবেন তদন্তকারীরা।

গত ২২ অগাস্ট,  ১০ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হন প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বিষ্ণুপুর পুরসভার দীর্ঘদিনের চেয়ারম্যান ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে বিধায়ক হন।একাধিক দফতরের মন্ত্রীও ছিলেন। ওই সময় তাঁর নাম জড়ায় সারদা দুর্নীতিতে।