অবতক খবর,২৬ আগস্ট,মালদা:- রাজ্য সরকারের উন্নয়নের জোয়ার দেখেই সিপিএমের সাটটারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা ওই এলাকার সিপিএম নেতা মোকবেল মিঞা সহ প্রায় এক হাজার দলীয় কর্মী সমর্থকেরা তৃণমূলে যোগদান করলেন। বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের কালিতলা এলাকার দলীয় কার্যালয় সিপিএম ছেড়ে আসা ওই প্রাক্তন প্রধান সহ দলীয় কর্মী, সমর্থকদের হাতে তৃণমূলের ঝাণ্ডা তুলে দেন প্রাক্তন মন্ত্রী তথা দলের রাজ্যের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী।

এদিনের এই যোগদান কর্মসূচিতে তৃণমূলের মালদা শহর কমেটির সভাপতি প্রসেনজিৎ দাস,  ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সদস্যসহ বেশকিছু দলীয় নেতাকর্মীরা উপস্থিত হয়েছিলেন।

এদিন কালিতলা পার্টি অফিসের সিপিএমের সাটটারী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান মোকবেল মিঞার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী।

তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নে অনুপ্রাণিত হয়ে আজকে সিপিএম ছেড়ে আসা সাটটারি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সহ প্রায় এক হাজার সিপিএম কর্মী-সমর্থকেরা তৃণমূলে যোগদান করেছেন।