অবতক খবর , নদীয়া:    সাধারণত আয়তক্ষেত্র বিশিষ্ট পতাকার দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ হয়। এবাদেও সবচেয়ে উঁচু স্থানের জন্য ২১ ইঞ্চি / ১৪ ইঞ্চি।
লালকেল্লা রাষ্ট্রপতি ভবন এবং কামান বাহি শপথের জন্য ১২ ফুট / ৮ ফুট।

সংসদ ও মাঝারি ধরনের সরকারি বাড়ির ক্ষেত্রে ৯ ফুট / ৬ ফুট। ছোট সরকারি বাড়ি বা রাষ্ট্রীয় ও সামাজিক শোক যাত্রায় ৬ ফুট/ ৪ ফুট। আরো ছোটো সরকারি বাড়িতে ৪.৫ ফুট / ৩ ফুট।

ঘরের দেওয়ালে ৩ ফুট / ২ ফুট। সম্মানিত ব্যক্তিদের বিমানে এবং রাষ্ট্রপতি ভ্রমণে ১৪ ইঞ্চি /১২ ইঞ্চি। সম্মানিত ব্যক্তিদের গাড়িতে দু দিকে মুখ করে দুটি পতাকা ৮ ইঞ্চি / ৬ ইঞ্চি। এবং টেবিলে রাখার জন্য ৬ ইঞ্চি / ৪ ইঞ্চি মাপের জাতীয় পতাকা আদর্শ মাপ হিসেবে পরিগণিত হয়। ভিন্ন ধরনের কোন মাপের পতাকা ব্যবহার করতে হলে তা সরকারি আলাপ-আলোচনার মাধ্যমে আইনগ্রাহ্য, অন্যথায় দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হয়।